খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও আবেদন করেছেন তার ভাই শামীম এস্কান্দার। রোববার (১৭ মার্চ) তিনি এ আবেদন করেন।
এর আগেও খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকবার আবেদন করে তার পরিবার। সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন শামীম এস্কান্দার। সেই আবেদন বিবেচনার জন্য যায় আইন মন্ত্রণালয়ে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। পরে হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এ মামলার রায় ঘোষণার পরে কারাগারে পাঠানো হয় বিএনপি নেত্রীকে।
এরপর করোনা চলাকালে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন। এরপর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজাতেই থাকছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।