‘খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের কোনো দায় নেই’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, সেখানে চিকিৎসার বিষয়ে দায় সরকারের নয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খালেদার চিকিৎসা নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ নিয়ে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনার্য প্রকাশনী প্রকাশিত ড. সুবল রোজারিও প্রণীত গবেষণাগ্রন্থ ‘হায়ার এডুকেশন ইন বাংলাদেশ’ এবং নাট্যব্যক্তিত্ব জুয়েল কবির রচিত ‘আমি প্রীতিলতা’ নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, ইউনাইটেড হাসপাতালটা সরকারি নয়, একটি বেসরকারি হাসপাতাল। সেখানে চিকিৎসার বিষয়ে সরকারের কোনো দায় নেই। তারা যদি অ্যাম্বুলেন্স, ইঞ্জেকশন না দিয়ে থাকে সেই বিষয়ে তারাই বলতে পারবে।
বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সাথে রেল যোগাযোগ নিয়ে হাছান মাহমুদ বলেছেন, ঢাকা-কলকাতা, খুলনা-কলকাতা রেল যোগাযোগ তো রয়েছেই। শুধু ভারত নয়, নেপাল, ভুটানসহ আঞ্চলিক ‘কানেক্টিভিটি’র জন্য কাজ চলছে। আমাদের সাথে ভারতের নানা অঞ্চলের যোগাযোগ বহুদিন থেকেই। ১৯৬৫ সালের পরে অনেক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেগুলো আবার চালু করা হচ্ছে।