খামারবাড়িতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর খামারবাড়িতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) কেআইবি চত্বরে এই মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। কৃষি মন্ত্রণালয় আয়োজিত মেলার উদ্বোধন করা হয় সকাল ১০টায়।
জাতীয় ফল মেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু । মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, উদ্যান গবেষণা কেন্দ্র পরিচালক ড, মুন্সী রাশীদ আহমদ । অঅর অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
সমাপনী অনুষ্ঠানে শনিবার (৮ জুন) বিকেলে বিএআরসি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফলমেলার কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ।
তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে দেশে ফল উৎপাদন হয়েছে এক কোটি ৫০ লাখ ৩৩ হাজার টন। এরমধ্যে আম উৎপাদন হয়েছে ২৭ লাখ টন। আর লিচু উৎপাদন হয়েছে দুই লাখ ৩০ হাজার টন। এছাড়া কাঁঠাল উৎপাদন হয়েছে ১৮ লাখ ২৪ হাজার টন ও আনারস ৫ লাখ ৮০ হাজার টন।