ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপবৃত্তি ও পরিবার প্রধানকে এককালিন অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (২৪ জুন) উপজেলা পরিষদ চত্বরে এসব অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তানভীর আহম্মেদ ও তানোর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত ১৯৮ জন ছাত্র-ছাত্রীকে এককালিন ২ হাজার করে টাকা উপবৃত্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ১৪৬ জন পরিবার প্রধানকে এককালিন অনুদান আরো ২ হাজার টাকা করে ৩৪৪ জনকে ৬ লাখ ৮৮ হাজার টাকা প্রদান করা হয়।