কোটা সংস্কার দাবিতে আন্দোলন
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিহত ৪
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে চট্টগ্রামে দুই জন নিহত হয়েছেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতরা হলোন- ওয়াসিম ও ফারুক। চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম ছুরিকাঘাতে মারা গেছে। অন্যদিকে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে স্থানীয় একটি ওয়ার্কশপের মিস্ত্রি মোহাম্মদ ফারুক।
এর আগে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নামে এক শিক্ষার্থী মারা যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে বেরোবিতে অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় গেটে জড়ো হলে তাদের ওপর রাবার বুলেট ও গুলি চালায় পুলিশ। এতে আবুদ সাঈদ নামের ওই শিক্ষার্থী নিহত হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারীরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত অবস্থায় মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের আনুমানিক বয়স ২৫ বছর হবে। তিনি একজন হকার।
উল্লেখ্য, চীন সফর শেষে সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতি-নাতনিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-নাতনিরা পাবে?
এরপর শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাম্পাস থেকে স্লোগান দিতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলো থেকে মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেও মিছিল বের হয়।