কোটা সংস্কারের পক্ষে সরকার, জানালেন আইনমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে, তখন সরকারের পক্ষে একটা প্রস্তাব দেয়া হবে। আমরা কোটা সংস্কারের পক্ষে। তাই শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) এক জরুরি বৈঠকে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন।
এসময় আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি তখনই এই আলোচনা হবে।
তিনি বলেন, হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন।
গত মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।