কোটা ইস্যু: নতুন কর্মসূচি আন্দোলনকারীদের
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
কোটা আন্দোলনকারীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম।
এসময় তিনি বলেন, পরিকল্পিতভাবে সোমবার (১৫ জুলাই) বহিরাগতদের দিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকার পরও বহিরাগতরা কীভাবে হামলা চালায়। সরকার সহিংসভাবে এ আন্দোলনকে দমন করতে চাইছে।
এর আগে, হামলার পরিস্থিতি সামাল দিতে প্রভোস্ট কমিটির সাথে জরুরি বৈঠকে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।