কোটা আন্দোলনে উত্তপ্ত বিশ্ববিদ্যালয়গুলো
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
কোটা আন্দোলন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেই সাথে আন্দোলন ও প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। একই সময় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কোটা বাতিলের দাবিতে অনঢ় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ জুলাই) চতুর্থ দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী। অন্যদিকে সকাল ১১টার পর ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনে আটকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সংশ্লিষ্টরা।