কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে রয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবিপ্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ।
শুক্রবার (২৬ জুলাই) রাতে সংবামাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থের তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নেয়া হয় বলে অভিযোগ করেন অন্য দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদ।
ধানমন্ডি থানার ওসি শাহজাহান মণ্ডল এ বিষয়ে বলেন, এ বিষয় সম্পর্কে আমরা অবগত নই।
এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ও আসিফকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে ৷
হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৪টার কিছু পর তাদের তুলে নেয়া হয়। কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা।