‘ কোটা আন্দোলনের নেতারা বিক্রি হয়ে গেছে’
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলন আর শিক্ষার্থীদের হাতে নেই । মঙ্গলবারের সহিংসতার জন্য বিএনপি- জামায়াত দায়ী । এই হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে ।
বুধবার( ১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা ফোরাম ।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটা আন্দোলনকারীদের গায়েবানা জানাজার কর্মসূচি বিএনপি- জামায়াতের সিদ্ধান্ত । কোটা আন্দোলনকারীরাও দলগুলোর হাতের পুতুলে পরিণত হয়েছে । সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি ।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাত থেকে আন্দোলন ছিনতাই হয়ে গেছে । বিক্রি হয়ে গেছে কোটা আন্দোলনের নেতারা । বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত । তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।
কোটা সংস্কার বিষয়টা সর্বোচ্চ আদালতে বিচারাধীন । তাই সরকার এখানে হস্তক্ষেপ করতে পারে না উল্লেখ করে হাছান মাহমুদ সে পর্যন্ত ছাত্রছাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ।