কোটার আন্দোলনে উত্তপ্ত রাজধানী
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা, শিক্ষার্থীদের উপর হামলা ও কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। এ পরিস্থিতিতে যানবাহন চলাচল করছে খুবই কম। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘর্ষে দুই পথচারী গুলিবিদ্ধ হয়েছে। শনির আখড়ায় সংবাদ সংগ্রহে চ্যানেল আইয়ের পরিবহন হামলার শিকার হয়। অবরোধের ফলে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রয়েছে। সায়েদাবাদ থেকে ছাড়েনি দূলপাল্লার কোন বাস।
যাত্রাবাড়ী থেকে শনিরআখড়া হয়ে কাঁচপুর পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় ব্যরিকেড দেয়া হয়। বেশ কিছু পয়েন্টে টায়ার জালিয়ে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা।
এদিকে, বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থী-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া ও আইনশৃঙ্খলাবাহিনীর বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া উত্তরা আজমপুরের আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এসময় টিয়ারশেল নিক্ষেপ, লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আন্দোলনকারী শিক্ষার্থীরা রামপুরায় পুলিশবক্সে হামলা, ভাঙচুর ও ৭টি মোটর সাইকেলে আগুন দিয়েছে। অন্যদিকে, উত্তরা, আব্দুল্লাহপুর, খিলখেতসহ প্রায় সব রুটে গণপরিবহন কম চলাচল করছে। ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী ও অফিসগামী মানুষ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।