ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামাত মাঠে’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৬ আসনের এমপি মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামাত মাঠে নেমেছে। আজকে নতুন করে যে যুদ্ধের সূচনা হচ্ছে, এটা আমাদের সন্তানদের বিরুদ্ধে নয়, এটা সত্যিকারার্থে ওই নব্য রাজাকারদের বিরুদ্ধে। এ যুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে স্বনির্ভর এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আমরা আবার এগিয়ে যাব।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সাঈদ খোকন বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে, সরকারি চাকরি নিয়ে কথা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে বেকারত্বের হার আমরা কমিয়ে এনেছি। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এই উন্নয়ন যাদের সহ্য হয় না তারা আজ নতুন এক এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। বিএনপি-জামাতের নীল নকশা অনুযায়ী কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে রাজপথ দখল করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সর্বপ্রথম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল নতুন করে তাদেরকে এ বিষয়ে আবার শেখাতে হবে। মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরী যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, জীবনের মায়া ত্যাগ করে রণাঙ্গনে যুদ্ধ করেছিল; তার পরিবারের সন্তান আর একটা রাজাকারের সন্তান এক হতে পারে না। বাংলাদেশ দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামাত মাঠে’

সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

ঢাকা-৬ আসনের এমপি মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামাত মাঠে নেমেছে। আজকে নতুন করে যে যুদ্ধের সূচনা হচ্ছে, এটা আমাদের সন্তানদের বিরুদ্ধে নয়, এটা সত্যিকারার্থে ওই নব্য রাজাকারদের বিরুদ্ধে। এ যুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে স্বনির্ভর এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আমরা আবার এগিয়ে যাব।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সাঈদ খোকন বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে, সরকারি চাকরি নিয়ে কথা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে বেকারত্বের হার আমরা কমিয়ে এনেছি। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এই উন্নয়ন যাদের সহ্য হয় না তারা আজ নতুন এক এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। বিএনপি-জামাতের নীল নকশা অনুযায়ী কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে রাজপথ দখল করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সর্বপ্রথম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল নতুন করে তাদেরকে এ বিষয়ে আবার শেখাতে হবে। মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরী যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, জীবনের মায়া ত্যাগ করে রণাঙ্গনে যুদ্ধ করেছিল; তার পরিবারের সন্তান আর একটা রাজাকারের সন্তান এক হতে পারে না। বাংলাদেশ দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করে।