‘কেএনএফকে কঠোরভাবে দমন করা হবে’
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কে কঠোরভাবে দমন করা হবে। কেএনএফের হামলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার।
শনিবার (৬ এপ্রিল) বান্দরবানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পর তিনি এ কথা বলেনন। এ সময় বিজিবি প্রধান, ডিজিএফআই-এর মহাপরিচালকসহ ২০ সদস্যের প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, কয়েকদিন ধরে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে বান্দরবানে । মঙ্গলবার (২ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা রুমায় সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায়। এ সময় ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা। এর পরদিন বুধবার (৩ এপ্রিল) দুপুরে জেলার থানচি উপজেলার কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সবশেষ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে বৃহস্পতিবার থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে।