সংবাদ শিরোনাম ::
কালোটাকা সাদা করার সুযোগ থাকছে না!
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কালো টাকা সাদা করার বিধি এবং রীতি বন্ধ করে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ তথ্য জানান।
এ সময় উপদেষ্টা জানান, অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যা করা দরকার করা হবে।
তিনি বলেন, বন্যার কারণে রপ্তানিমুখী শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।