ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে বিদ্রোহের চেষ্টা, ব্যাপক গোলাগুলি, আহত ২২

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর জেলা কারাগারে বন্দিরা বিদ্রোহের চেষ্টা করলে তাদের দমন করতে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপর সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি, অগ্নি সংযোগ চলছিল।

গাজীপুর জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, গত কয়েক দিনে রাজনৈতিক বন্দিরা জামিনে মুক্তি পেয়েছে। এই ঘটনায় আটক ডাকাতি মামলা সহ অন্যান্য মামলার আসামিরা কেন জামিন পাচ্ছে না, মুক্তি পাচ্ছে না, এমন দাবি তুলে বিক্ষোভ করে বন্ধির। একপর্যায়ে তারা কারাগারের ভেতরের বিছানা- পত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে ভাঙচুর করে পালানোর চেষ্টা করে। তাদের সামাল দিতে লাঠিপেটা ও গুলি ছোড়া হয়। এ সময় ২০/২২ জন বন্দি লাঠিচার্জ ও সট গানের গুলিতে আহত হয়েছে। এই কারাগারে ৭৮৯জন বন্দি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে পৌঁছালে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে কিছুবন্দি বের হওয়ার সময় কারাগারে থাকা অপর বন্দিরা বের হওয়ার জন্য একসাথে জরো হয়ে আন্দোলন করে। তাদের সামাল দিতে কারারক্ষীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন। তবে এতে কেউ নিহত হননি। এবং কোন বন্দি পালাতে পারেনি বলে নিশ্চিত করেন তিনি। বন্দিরা বিক্ষোভ করছে এমন খবর ছড়িয়ে পড়লে

বাংলাদেশ ইসলামী আন্দোলন গাজীপুর মহানগর শাখার কর্মীদের সঙ্গে নিয়ে সেনা সদস্যদের সাথে নিরাপত্তা নিশ্চিতে কারাগারের মুল ফটকে পাহারা দিচ্ছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন মহানগর শাখার দহনস্বেচ্ছাসেবক এস এম অহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কারাগারে বিদ্রোহের চেষ্টা, ব্যাপক গোলাগুলি, আহত ২২

সংবাদ প্রকাশের সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

গাজীপুর জেলা কারাগারে বন্দিরা বিদ্রোহের চেষ্টা করলে তাদের দমন করতে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপর সাড়ে ১২টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি, অগ্নি সংযোগ চলছিল।

গাজীপুর জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, গত কয়েক দিনে রাজনৈতিক বন্দিরা জামিনে মুক্তি পেয়েছে। এই ঘটনায় আটক ডাকাতি মামলা সহ অন্যান্য মামলার আসামিরা কেন জামিন পাচ্ছে না, মুক্তি পাচ্ছে না, এমন দাবি তুলে বিক্ষোভ করে বন্ধির। একপর্যায়ে তারা কারাগারের ভেতরের বিছানা- পত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে ভাঙচুর করে পালানোর চেষ্টা করে। তাদের সামাল দিতে লাঠিপেটা ও গুলি ছোড়া হয়। এ সময় ২০/২২ জন বন্দি লাঠিচার্জ ও সট গানের গুলিতে আহত হয়েছে। এই কারাগারে ৭৮৯জন বন্দি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে পৌঁছালে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে কিছুবন্দি বের হওয়ার সময় কারাগারে থাকা অপর বন্দিরা বের হওয়ার জন্য একসাথে জরো হয়ে আন্দোলন করে। তাদের সামাল দিতে কারারক্ষীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন। তবে এতে কেউ নিহত হননি। এবং কোন বন্দি পালাতে পারেনি বলে নিশ্চিত করেন তিনি। বন্দিরা বিক্ষোভ করছে এমন খবর ছড়িয়ে পড়লে

বাংলাদেশ ইসলামী আন্দোলন গাজীপুর মহানগর শাখার কর্মীদের সঙ্গে নিয়ে সেনা সদস্যদের সাথে নিরাপত্তা নিশ্চিতে কারাগারের মুল ফটকে পাহারা দিচ্ছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন মহানগর শাখার দহনস্বেচ্ছাসেবক এস এম অহিদুল ইসলাম।