সংবাদ শিরোনাম ::
কারফিউ কবে উঠে যাবে, জানালেন সালমান এফ রহমান
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে কারফিউ পুরো উঠে যাবে।
রোববার (২৮ জুলাই) ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এ সময় বলেন, কারফিউ শিথিলের সময় বাড়ানো হলেও শিগগিরই জনজীবন আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার জেরে চলতি মাসের ১৯ জুলাই রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েনের কারফিউ জারি করে সরকার। গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত তিনদিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।