কাউন্সিলরের উপর হামলা, মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৩৭১ বার পড়া হয়েছে
কাউন্সিলর বাবলু আকন্দের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার পৌরসভার বর্তমান ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু আকন্দ।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর বাবলু আকন্দ বলেন, আমার ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্মে দীর্ঘদিন ধরে মেয়র সিদ্দিক হোসেন খান বাঁধা দিয়ে আসছে। বিভিন্ন সময় আমাকে হেয় প্রতিপন্ন ও হুমকি দিয়ে আসছেন। সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু পক্ষে নির্বাচনী প্রচারনা চালাই। সে সময় মেয়র সিদ্দিক হোসেন খান আমাকে প্রাণনাশের হুমকি দেয়। গত ১৬ জুন রাত মধুপুর বাসস্ট্যান্ড যাওয়ার পথে হাসপাতালের সামনে চিহ্নিত সন্ত্রাসী আমার রাস্তা অবরোধ করে। এ সময় তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র এবং চাপাটি দা দিয়ে আমাকে ও আমার সহযোগী জাফরকে এলোপাতাড়ি কোপায়। আমাকে মৃত ভেবে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করি। মধুপুর পৌরসভার মেয়র ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় আমার উপর হামলা করা হয়।
তিনি আরও বলেন, এ অবস্থায় আমি ও আমার পরিবার জিম্মি অবস্থায় এবং আতঙ্কে জীবন যাপন করছি। আমি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করছি।
সংবাদ সম্মেলনে কাউন্সিলরের স্ত্রী নাজমা খাতুন ও তার মেয়ে নাফিজা ঈবনে বর্ষা উপস্থিত ছিলেন।