কসবায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাটা গাছ ক্রেনে করে ট্রাকে ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাপ্পি (২৫) ও পারভেজ (২৪) নামে দুইজন নিহত হয়েছেন।
রোববার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজন ক্রেনের চালক এবং অপরজন হেলপার ছিলেন।
মৃতরা হলেন-চট্রগ্রামের সীতাকুণ্ড এলাকার পারভেজ (২৫) ও একই এলাকার বাপ্পী (২৬)। পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কে চারলেন সড়ক নির্মাণ কাজের জন্য সকাল থেকে সড়কের দু’পাশে গাছ কাটার কাজ চলছে। দুপুরে কিছু কাটা গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুৎতের খুঁটি থেকে তার ছিড়ে পড়ে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. রাজু আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।