কঠোর অবস্থানে সেনাবাহিনী ,ট্রাফিক নিয়ন্ত্রণে আনছার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনে ছাত্র-জনতার বিজয়ের লাল সবুজের পতাকা গগনে উড়ছে। এ অর্জিত বিজয়ে কালিমার তিলক পড়াতে জ্বালাও-পোড়াও ও লুটপাটে কতিপয় দৃস্কৃতিকারী মাঠে নেমেছে। তাদের এ কর্মকান্ডের প্রতিবাদে একটি মিছিল বের করে নীলফামারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। আইনশৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সরকারের গুরুত্বপূন স্থাপনা রক্ষায় মাঠে নেমেছে সেনাবাহিনী।মাঠে নেই পুলিশ।
বৈষশ্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে এবং দেশের সম্পদ সংরক্ষণে ও গণতান্ত্রিক বৈষম্য বিরোধী সরকার প্রতিষ্ঠার দাবীতে মঙ্গলবার (৬ আগষ্ট) বিকাল ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়।
মিছিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দীয় শহিদ মিনারে এসে শেষ হয়।আজ বুধবার বিকালে জেলা বিএনপি’র একটি প্রচার মাইকে বলা হচ্ছে: এ বৈষম্যবিরোধী আন্দোলনে যারা একাতœতা প্রকাশ করে রাস্তায় নেমেছিলেন তাদের শান্ত থাকার আহব্বান জানান।
বুধবার (৭ আগষ্ট) আইনশৃংঙ্খলা পরিিেস্থতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী। তারা শহরের রাস্তায় টহলে কঠোর নজরদারী ও বিচার বিভাগ জেলা প্রশাসকের কার্যলয়, থানা ও কারাগারের প্রধান ফটকে শক্ত অবস্থান নিয়ে কঠোর নজরদারী করতে দেখা গেছে।এ দিকে শহরের কোথাও দায়িত্ব পালন করতে দেখা যায়নি।পলিশ।রাস্তা যানবাহনের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে আনছারবাহিনীর সদস্যদের। মাঠে নেই পুলিশ :এ প্রসঙ্গে পুলিশ সুপার মোকবুল হোসেন বলেন,আমরা নিরাপদে নিয়মিত অফিসের কাজ করছি।
নীলফামারীর বিশিষ্টজনরা বাংলা টাইমসকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রানের বিনিময়ে অর্জিত বিজয়ে কালিমার তিলক পড়াতে জ্বালাও-পোড়াও ও লুটপাটে কতিপয় দৃস্কৃতিকারী মাঠে নেমেছে।এ দলটি জ্বালাও-পোড়াও আর লুটতারাজ করে এ বিজয়কে কুলিষিত করছে।তাদের বিরুদ্ধে রুখতে দাঁড়াতে হবে।