কখন থামবে রেমালের তাণ্ডব, যা জানালো আবহাওয়া অফিস
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রম করে খুলনার কয়রার কাছে অবস্থান করছে। এটি আরও বৃষ্টিপাতের মাধ্যমে ২-৩ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে।
সোমবার(২৭ মে) সকাল সাড়ে ৭টায় ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আবহাওয়ার ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসেরসর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকাসহ সারাদেশে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার(২৭ মে) ভোর থেকে বৃষ্টি শুরু হয় রাজধানীতে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোয় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে।
বৈরী আবহাওয়ার কারণে রোববার (২৬ মে) বিকেল ও সন্ধ্যা থেকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলাসহ উপকূলীয় বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মোবাইলফোনের চার্জ হারিয়ে অনেকে হয়ে পড়েছেন যোগাযোগ বিচ্ছিন্ন।
ঘুর্ণিঝড় রেমালের কারণে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।