ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই ছাত্রদল নেতা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি);র রাজধানী নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক আলামিন (৩৫) এবং মো. জহির হাসান মোহন (৩৬)। তারা ছাত্রদলের নতুন কমিটির পদবঞ্চিত।
জানা গেচছে, চলতি বছরের ২৫ জুন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পথচারীসহ কয়েকজন আহত হয়। পরে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পদবঞ্চিতরা ক্ষুব্ধ হয়েদেলীয় অফিসের সামনে ককটেল হামলা চালায়। এ ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে মামলা হয়।
গ্রেফতারকৃতদের একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন, মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। বিষয়টিকে অনেকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলো বলে জানান তিনি।