ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে পাকিস্তানকে এর আগে বাংলাদেশ হারিয়েছে ৮ ম্যাচ। শুধু বাকি ছিলো টেস্ট।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে সেই অপেক্ষা ফুরোনোর কাছাকাছি বাংলাদেশ। ঐতিহাসিক জয় পেতে বাংলাদেশের প্রয়োজন ৩০ রান। ৫ম দিনের শেষ সেশনে বাংলাদেশ ব্যাটিংয়ে এসে এক প্রকার হেসে খেলে ১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ঐতিহাসিক জয় পেলো।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ছয় উইকেটে ৪৪৮ রানের জবাবে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ থেমেছিল ৫৬৫ রানে। ফলে প্রথম ইনিংস থেকে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতেও তোপ দাগছে টিম টাইগার্স।
রোববার (২৫ আগস্ট) পঞ্চম দিনে খেলতে নামে বাংলাদেশ। টাইগারদের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান অলআউট হয় ১৪৬ রানে।