সংবাদ শিরোনাম ::
এম আবদুল্লাহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি নিয়োগ পাওয়ায় অভিনন্দন
যশোর অফিস
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক মহাসচিব ও সভাপতি এম আবদুল্লাহ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, দেশের খ্যাতিমান এ পেশাদার সাংবাদিক নেতা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পাওয়ায় সাংবাদিকদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ইউনিয়ন যশোর মনে করে এম. আবদুল্লাহ তার দায়িত্বপালনকালে আগামী দিনগুলোতে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের তৃণমূল পর্যায়ের বৈষম্যর শিকার সকল সাংবাদিকদের কল্যাণে যথাযথ ভূমিকা রাখবেন।