এমপি আনার হত্যা/ ৮ দিনের রিমান্ডে ৩ আসামি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন আসামিকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আসামিরা হলো-শিলাস্তি রহমান , আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়াও ফয়সাল আলী সাজি।
শুক্রবার (২৪ মে) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দিলরুবা আফরোজ তিথি তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর।
উল্লেখ্য, চলতি মাসের ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান এমপি আনোয়ারুল আজীম আনার। এরপর তার খোঁজ না পেয়ে গত ১৮ মে ভারতে একটি সাধারণ ডায়েরি করেন নিহত আনারের বন্ধু ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয় বলে ২২ মে (বুধবার) জানায় ভারতীয় পুলিশ।
এ ঘটনার পর বুধবার (২২ মে) রাতে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন নিহতের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।