যশোরে মতবিনিময় সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম
এমন নির্বাচন চাইনা, দিনের ভোট রাতে হয়ে যাবে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ চায় একটি অবাদ-নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠন হোক। এজন্য নতুন এ অন্তর্বতীকালীন সরকারকে আমরা কোনো সময় বেঁধে দিতে চাই না। সংবিধান সংশোধনসহ রাষ্ট্রের রন্ধে রন্ধে থাকা দুর্নীতি উৎখাতে যতদিন সময় লাগবে ততোদিন সময় দিতে চাই।
রোববার (২৫ আগস্ট) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভূত্থ্যানে নিহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভার সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রসুল।
এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন, এমন কোনো নির্বাচন আমরা চাইনা যে ভোটের দিন আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারবো না। ভোটের দিন-ভোট দিতে গেলে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা বলবে ভোট দেয়া হয়ে গেছে, ব্যালট বাক্স নিয়ে গেছে, দিনের ভোট রাতের হয়ে যাবে। এমন নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হতে দেয়া হবেনা। ছাত্র-জনতার গণঅভূত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর নতুন যে সরকার গঠণ হয়েছে তারা জনগনের এ প্রত্যাশা পূরণ করবে।
জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসেন।
সভাশেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের গোপনিয়াতার মধ্য দিয়ে অর্থ সহায়তা দেয়া হয়। একইসাথে আগামীতেও শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেয়া হয়।