এবার আগুনে পুড়ছে এস আলমের তেলের মিল
- সংবাদ প্রকাশের সময় : ১০:২০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে চিনির গুদামের পর এবার এস আলম গ্রুপের তেলের মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১২ এপ্রিল) সকালে এই আগুন লাগলেও কারণ জানা যায়নি। এর আগে চলতি বছরের ৪ মার্চ (সোমবার) কর্ণফুলী নদীর পাড়ে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। কারখানার পাশে অপরিশোধিত চিনি রাখার ৫টি গুদাম ছিল।
যে গুদামটিতে আগুন লেগেছে, তাতে ৬০ হাজার টন অপরিশোধিত চিনি ছিলো। ফায়ার সার্ভিসের ৭টি স্টেশনের ১৪টি ইউনিটের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।