এনবিআরের কালো আইন বাতিলের দাবিতে বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
এনবিআরের সব নিপীড়নমূলক কালো আইন বাতিলের দাবিতে ঢাকা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করে বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন।
সোমবার (১৫ জুলাই) বেনাপোল কাস্টমস হাউজের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বেনাপোল কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সহ সভাপতি কামাল উদ্দিন শিমুল, মহাসিন মিলন, সাংগঠনিক সম্পাদক মো: শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, অর্থ সম্পাদক এনামুল হক মুকুল, সহ অর্থ সম্পাদক মো: শাহাবুদ্দিন, কাস্টমস সম্পাদক আব্দুল লতিফ,আমিনুল হক আনু, জামাল হোসেন, আবদার রহমান,শরিফুল আলম নয়ন, বিলকিস সুলতানা সাথী, রাশেদুর রহমান রাশু প্রমুখ।
বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, কাস্টমস আইন-২০৭ এর মাধ্যমে সিএন্ডএফ এজেন্টকে বাদ রেখে কুরিয়ার সার্ভিসকে মাল ছাড়ানোর চেস্টা করা হচ্ছে। এর ফলে হাজার হাজার সিএন্ডএফ এজেন্ট ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করবে।