এনবিআরের মতিউর ও তার স্ত্রী-পুত্রের বিদেশ যেতে মানা
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ এবং পুত্র আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিরুদ্ধে বিদেশে যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন মহানগর দায়রা জজ।
সোমবার (২৪ জুন) ঢাকা মহানগর দায়রা জজ এই আদেশ দিয়েছেন। মতিউর রহমানের স্ত্রী বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়াও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক তিনি। এর আগে রোববার (২৩ জুন)মতিউর রহমানের বিরুদ্ধে ৩ সদস্যের কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করেছে দুদক।
রোববার (২৩ জুন) মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরপি) সংযুক্ত করা হয়। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তারপর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়তে যাচ্ছেন মতিউর রহমান। এরইমধ্যে মতিউর রহমানকে জানিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মৌখিকভাবে ।
এদিকে, এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ঈদের পর এখনো কর্মস্থলে যোগ দেননি । সোমবার (২৪ জুন) সকালে ভ্যাট ও কাস্টমস আপিলেট ট্রাইব্যুনালে তাকে পাওয়া যায়নি।
কোরবানির জন্য ঢাকার সাদিক এগ্রো থেকে ১৫ লাখ টাকার একটি ছাগল কিনে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপর ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান।
তবে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী জানান, ইফাত তার মামাতো বোনের সন্তান। আর মতিউর রহমানই তার বাবা।