বললেন জামায়াতে আমীর
এখনো বাজার সিন্ডিকেট ভাঙ্গা যায়নি
- সংবাদ প্রকাশের সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনো নিয়ন্ত্রণ করা যায়নি, সিন্ডিকেটও ভাঙ্গা যায়নি। ফ্যাসিস্টদের জুলুমের ভার এখনও জাতিকে বহন করতে হচ্ছে।
শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকায় জামায়াতের সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সব ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে হবে। এটি জামায়াত একা পারবে না।
তিনি আরও বলেন, যারা অপকর্ম করেছে তারাই দেশ থেকে পালিয়েছে। আমরা এদেশকে আর খুনির হাতে তুলে দিতে চাই না। লুটেরাদের হাতে তুলে দিতে চাই না। চাঁদাবাজদের হাতে তুলে দিতে চাই না। মানুষ যেন সম্মানের সঙ্গে বসবাস করতে পারে সে সমাজ চাই।
শাখা জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সম্মেলনে দলের নায়েবে আমির আব্দুলাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মজিবুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।