‘এক হাটের গরু আরেক হাটে নিলেই আইনগত ব্যবস্থা’
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঢাকার এক হাট থেকে আরেক হাটে গরু নেয়া যাবে না। অন্য হাটে নিলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (৪ জুন) ডিএমপি হেডকোয়াটারের সম্মেলন কক্ষে ঈদ-উল-আজহা উপলক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন : ‘বেনজীর ও আজিজ আ’ লীগের কেউ না’
এ সময় হাবিবুর রহমান বলেন, ব্যবসায়ীরা আগে থেকেই ট্রাকের সামনে ব্যানারে লিখে রাখবেন গরু কোন হাটে যাবে। প্রয়োজনে ব্যানারে হাটের ইজারাদারের মোবাইল নম্বর লিখে রাখবেন। এক হাটের গরু অন্য হাটে নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নদীপথে গরু আসলে সেগুলো নৌ-পুলিশ দেখভাল করবে। এক্ষেত্রে ডিএমপি নৌ-পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে। হাটে জেলা ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, স্থানীয় পুলিশ ও হাটের ইজারাদাররা সমন্বয় করে কাজ করবেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, সড়কে চলাচল যাতে অসুবিধা না হয়, সেজন্য ইজারাদাররা ব্যারিকেড দিয়ে হাটের সীমানা নির্ধারণ করে দেবেন। অজ্ঞান পার্টি, মলম পার্টি প্রতিরোধে পর্যাপ্ত পুলিশ থাকবে।