সংবাদ শিরোনাম ::
এক মিনিট অন্ধকারে থাকবে দেশ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
২৫ মার্চ রাতে গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ। রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত এই প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
শনিবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সংবাদ বিঞ্জপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়াও গণহত্যা দিবসে কর্মসূচির মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল সাড়ে ১০টায় গণহত্যা দিবসের ওপর আলোচনাসভা। সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সব স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।