এই সরকারের পতন অতি সন্নিকটে:মিনু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, এই সরকারের পতন অতি সন্নিকটে। তাই বর্তমান সরকারকে অতি দ্রুত পদত্যাগ, কোটা বৈষম্য আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য জনগণকে হত্যাকারী বিচার, আটককৃত সব শিক্ষার্থী ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দিতে হবে।
রোববার (৪ অঅগস্ট) সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, এই কোটা আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী ও বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের আটক করেছে। অথচ কোটা আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা কোন দলের সাথে সম্পৃক্ত নয়। তারা তাদের নায্য দাবীর জন্য রাজপথে নেমেছে। অথচ ওইসব শিক্ষার্থীদের এই সরকার পুলিশ ও তার সন্ত্রাসীদের দিয়ে হুকুম দিয়ে হত্যা করিয়েছে।
মিনু আরও বলেন, রাজশাহী ৯০এর পূর্বে সন্ত্রাসের শহর ছিলো। সব সময় হত্যা ও পাড়ায় পাড়ায় মারামারি লেগেই থাকতো। অনেক মানুষ সে সময়ে নিহত হয়েছিলো। তিনি মেয়র হয়ে আসার পরে সকল সন্ত্রাসী কর্মকান্ড বিলুপ্তি করেছিলেন। মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক গড়ে তুলেছিলেন।
তিনি বলেন, সিটি কর্পোরেশনে সকল দলের এবং সকল শ্রেণি পেশার মানুষের অবাধ প্রবেশাধিকার ছিলো। তিনি রাজশাহী মহানগরীকে শান্তির মহানগর হিসেবে গড়ে তুলে ছিলেন। এজন্য ২০০৪ সালে এই মহানগর হ্যাপি সিটি ইন ওয়ার্ল্ড ও ক্লিন সিটি, গ্রীন সিটি হিসেবে উপাধী পেয়েছিলো। তিনি সকলকে নিয়ে সমস্যা সমাধান করতেন।
মিনু বলেন, রাজশাহী নগরীতে ১৬টি মামলায় প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। সেইসাথে দিনরাত দলীয় নেতাকর্মীদের বাড়িতে সাদা পোষাকে যেয়ে হানা দিচ্ছে। নেতাকর্মীদের না পেলে তাদের পরিবারের সদস্য এমনকি পিতা-মাতা ও ভাই-বোনদের তুলে নিয়ে যাচ্ছে। সেইসাথে নির্যাতন ও লক্ষ লক্ষ টাকা দাবী করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী বার সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সিনিয়র আইনজীবী আবুল কাশেম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক ভাইস চ্যাঞ্জেলর প্রফেসর রফিকুল ইসলাম ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেনসহ সাংবাদিকরা।