ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচন/ শেষ ধাপের ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট সুষ্ঠু অনুষ্ঠিত হওয়ার রক্ষ্যে মোতায়েন করা হয়েছে ১৭৫ প্ল্যাটুন বিজিবি সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৫ জুন) উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ৩ জুন থেকে আগামী ৭ জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি।

চতুর্থ ধাপের ভোটের জন্য তফশিল ঘোষণা হয়েছিল ৫৫ উপজেলায়। তবে ৬০ উপজেলায় আজ ভোট হচ্ছে। এর আগে মঙ্গলবার (৪ জুন) সকাল থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী দেওয়া হয়। ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদের ভোট আজ অনুষ্ঠিত হচ্ছে।

এ ধাপে ৬০টি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ২৫১ জন প্রার্থী। আর ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী লড়ছেন। পাঁচ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ৯ মে। মনোনয়ন যাচাইবাছাই হয় ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হয় ১৩ থেকে ১৫ মে।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো ১৯ মে। প্রতীক বরাদ্দ দেয়া হয় ২০ মে। এই ধাপে ৯টি উপজেলায় ভোট হচ্ছে
ইভিএম-এ। অন্যগুলোতে ব্যালটে ভোটগ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের া্রথম ধাপের ভোট হয় ৮ মে ১৩৯ উপজেলায়। এরপর দ্বিতীয় ধাপে ১৫৯ উপজেলায় ২১ মে। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হয় ২৯ মে। চতুর্থ ধাপে ৫৬ উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উপজেলা নির্বাচন/ শেষ ধাপের ভোট চলছে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট সুষ্ঠু অনুষ্ঠিত হওয়ার রক্ষ্যে মোতায়েন করা হয়েছে ১৭৫ প্ল্যাটুন বিজিবি সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৫ জুন) উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ৩ জুন থেকে আগামী ৭ জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি।

চতুর্থ ধাপের ভোটের জন্য তফশিল ঘোষণা হয়েছিল ৫৫ উপজেলায়। তবে ৬০ উপজেলায় আজ ভোট হচ্ছে। এর আগে মঙ্গলবার (৪ জুন) সকাল থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী দেওয়া হয়। ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদের ভোট আজ অনুষ্ঠিত হচ্ছে।

এ ধাপে ৬০টি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ২৫১ জন প্রার্থী। আর ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী লড়ছেন। পাঁচ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ৯ মে। মনোনয়ন যাচাইবাছাই হয় ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হয় ১৩ থেকে ১৫ মে।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো ১৯ মে। প্রতীক বরাদ্দ দেয়া হয় ২০ মে। এই ধাপে ৯টি উপজেলায় ভোট হচ্ছে
ইভিএম-এ। অন্যগুলোতে ব্যালটে ভোটগ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের া্রথম ধাপের ভোট হয় ৮ মে ১৩৯ উপজেলায়। এরপর দ্বিতীয় ধাপে ১৫৯ উপজেলায় ২১ মে। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হয় ২৯ মে। চতুর্থ ধাপে ৫৬ উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ।