উপজেলা নির্বাচন/ ফুলবাড়ীতে চলছে ভোট, লড়ছেন ১০ প্রার্থী
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১০ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।
গত ২০মে প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩ জন ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ‘বাংলা টাইমস’কে বলেন, ভোট শুরু হওয়া প্রায় দেড় ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে শুর হওয়া ভোট চলবে বিকেল ৪ টা পর্যন্ত। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১টি পৌরসভা,৭টি ইউনিয়নের ৬৩ কেন্দ্রের ৪৩৫ বুথের জন্য ৭০ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার,৮৭০ জন পুলিং অফিসারকে নিয়োগ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট,১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,১১৭ জন পুলিশ,৩ প্লাটুন র্যাব,৯২০ জন আনছার,৩ প্লাটুন বিজিবি সদস্য,প্রশাসনের এস্ট্রাইকিং ফোর্স টহলে রয়েছেন।
চেয়ারম্যান পদে মো. আতাউর রহমান মিল্টন (মোটর সাইকেল) ,মে. মুশফিকুর রহমান (ঘোড়া)ও মো. রফিকুল ইসলাম (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে মঞ্জু রায় চৌধুরী (চশমা), মো. মকলেছার রহমান(উড়োজাহাজ),মো. মামুনুর রশীদ (তালা)ও মো. সোলায়মান সরকার ( টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ।
অন্যদিকে. মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. নীরু সামছুন্নাহার (কলস), মোছা. হাজরা বিবি(হাঁস)ও শিউলী রানী রায় (ফুটবল) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন।
ফুলবাড়ী থানার ওসি (ভারপ্রাপ্ত তদন্ত) মো. সফিকুল ইসলাম ‘বাংলা টাইমস’কে বলেন, ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে চলছে, কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। আইন শৃঙ্খলায় নিয়োজিত স্বস্ব বাহিনী দায়িত্ব পালনে তৎপর আছেন।
উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৬৩টি কেন্দ্রে ৪৩৫ টি বুথে ১ লাখ ৫২ হাজার ৪শত ৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৭৬ হাজার ২৭৩ জন ,মহিলা ৭৬ হাজার ২০৪ জন এবং ৩য় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।