উপজেলা নির্বাচন/ নড়াইলে ভোটের সরঞ্জাম বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা পরিষদ নিবার্চনে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে সদর উপজেলার ব্যালট বাক্স,ব্যাগ ও গালা সহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন করেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক শ্বাশত শীল।
চারটি স্টল করে নড়াইল সদর কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শামীম আহমদ সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, নড়াইল সদরের ভোটার সংখ্যা ২লাখ ৪৭ হাজার ৭ শত ৬০ জন। পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ১শত ২৯ জন, মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার ৬৩০ জন। ভোট কেন্দ্র ১০০টি ।
অপরদিকে, লোহাগড়া উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ২৫৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৭৬ জন,মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ১৭৫ জন। ভোট কেন্দ্র ৯৭ টি।