সংবাদ শিরোনাম ::
উপজেলা নির্বাচন: অনলাইনে মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল করতে হবে অনলাইনে। অনলাইনে জমা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম দফায় আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের অনলাইনে মনোয়ন দাখিল করতে হবে। এছাড়া মনোনয়নপত্র দাখিল করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল।