উত্তাল পাবনা, শহর শিক্ষার্থীদের গণমিছিল
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে উত্তাল পাবনা শহর। প্রতি দিন শহরজুড়ে শিক্ষার্থীদের গণমিছিল করতে দেখা গেছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে বৃষ্টি উপেক্ষা করে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গেটে জড়ো হয়ে শহর প্রদক্ষিণ করেন।
এর আগে শুক্রবার পাবনা-ঢাকা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে। বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুক্রবার (২ আগস্ট) বাদ জুমা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ছাত্র আন্দোলনের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে গেছেন। পরিস্থিতি এখন শান্ত।