ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসনে সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে ওই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন( ডিএসবি ), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সদর সার্কেল) মোঃ সোহেল রানা।
আরও উপস্থিত ছিলেন- বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি) , বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শরিফ হাজারী, নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ,গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদর, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বালা মিয়া, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলু, জেলা পুলিশের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ, বিবিএ কর্তৃপক্ষ, পৌরসভা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়ক এলাকায় যানজট নিরসনসহ আইন-শৃংখলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।