সংবাদ শিরোনাম ::
ঈদের নামাজ আদায় করলেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান
সোহরাব হোসন সৌরভ, রাজশাহী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় রাজশাহী মহানগরীর আহমাদপুর বায়তুল মামুর জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন জেলা পরিষদ চেয়ারম্যান।
ঈদের নামাজ শেষে রাজশাহী নগরবাসীসহ বাংলাদেশ ও জাতির কল্যাণ কামনার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। ঈদের নামাজের পর এলাকার মুসল্লীদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল মহোদয়।
উল্লেখ্য, আহমাদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।