ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে জামালপুরে সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ কর্মসুচির আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত দুই ঘন্টাব্যাপী সমাবেশে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর সুইড জামালপুরের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, দৈনিক ইত্তেফাকের শাহ জামাল, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা।
আরও ছিলেন- মোহনা টিভির ওসমান হারুনী, এখন টিভির জুয়েল রানা, মাই টিভির শামীম আলম, এনটিভির আসমাউল আসিফ, বাংলা টিভির নূর মো: ফজলুল করিম কাওসার, দৈনিক বাংলার খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির বাহাউদ্দিন খান, ঢাকা পোস্টের মুত্তাসিম বিল্লাহ, দৈনিক জনবানীর কাওসার সৌরভ।