ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলাকারীদের গ্রেফতার দাবী ডিআরইউ’র

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ, ডেইলি সান, রেডিও ক্যাপিটাল ও নিউজ টোয়েন্টিফোর অফিসে দূর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পাশাপাশি এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়েছে।

ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপে কর্মরত সাংবাদিকরা জানান, সোমবার (১৯ আগস্ট) বেলা আড়াইটার দিকে লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় প্রতিষ্ঠানটির ভবন ও পার্কিংয়ে থাকা যানবাহনে ব্যাপক ভাংচুর চালানো হয়। ভিতরে প্রবেশ করে তছনছ করা হয় কালের কন্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিস। ভেঙে ফেলা হয় প্রতিষ্ঠান গুলোর নিউজ রুমে থাকা কম্পিউটার, প্রযুক্তিগত সরঞ্জামাদিসহ সবকিছু। ভাংচুর করা হয় পাার্কংয়ে থাকা অন্ততঃ ৩০টি যানবাহন। এময় দুর্বৃত্তদের হামলার শিকার হন মিডিয়া হাউজে কর্মরত গণমাধ্যমকর্মীসহ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন। বেশ কয়েকজন নারী কর্মীকে হেনস্থা করা হয়।

সোমবার(১৯ অগাস্ট) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় আমরা বিস্মিত ও উদ্বিগ্ন। এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে তুলেছে। ওই প্রতিষ্ঠান গুলোর কোন লেখা বা প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি রয়েছে, এখানে পেশিশক্তি দেখানোর সুযোগ নেই। গণমাধ্যম কারো প্রতিপক্ষ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই গণমাধ্যমের কাজ। হামলা চালিয়ে সাংবাদিকদের কন্ঠরোধ করার চেস্টা অনভিপ্রেত। এর আগেও বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের হামলা হয়েছে। আগামীতে যেন এধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহীনিকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি ওই সকল গণমাধ্যমের সাংবাদিক ও সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলাকারীদের গ্রেফতার দাবী ডিআরইউ’র

সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ, ডেইলি সান, রেডিও ক্যাপিটাল ও নিউজ টোয়েন্টিফোর অফিসে দূর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পাশাপাশি এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়েছে।

ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপে কর্মরত সাংবাদিকরা জানান, সোমবার (১৯ আগস্ট) বেলা আড়াইটার দিকে লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় প্রতিষ্ঠানটির ভবন ও পার্কিংয়ে থাকা যানবাহনে ব্যাপক ভাংচুর চালানো হয়। ভিতরে প্রবেশ করে তছনছ করা হয় কালের কন্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিস। ভেঙে ফেলা হয় প্রতিষ্ঠান গুলোর নিউজ রুমে থাকা কম্পিউটার, প্রযুক্তিগত সরঞ্জামাদিসহ সবকিছু। ভাংচুর করা হয় পাার্কংয়ে থাকা অন্ততঃ ৩০টি যানবাহন। এময় দুর্বৃত্তদের হামলার শিকার হন মিডিয়া হাউজে কর্মরত গণমাধ্যমকর্মীসহ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন। বেশ কয়েকজন নারী কর্মীকে হেনস্থা করা হয়।

সোমবার(১৯ অগাস্ট) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় আমরা বিস্মিত ও উদ্বিগ্ন। এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে তুলেছে। ওই প্রতিষ্ঠান গুলোর কোন লেখা বা প্রতিবেদনে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানানোর প্রচলিত পদ্ধতি রয়েছে, এখানে পেশিশক্তি দেখানোর সুযোগ নেই। গণমাধ্যম কারো প্রতিপক্ষ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই গণমাধ্যমের কাজ। হামলা চালিয়ে সাংবাদিকদের কন্ঠরোধ করার চেস্টা অনভিপ্রেত। এর আগেও বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের হামলা হয়েছে। আগামীতে যেন এধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহীনিকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি ওই সকল গণমাধ্যমের সাংবাদিক ও সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়েছে।