ইসলামপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী, নোয়ারপাড়া, ইসলামপুর সদর,পলবান্ধা, কুলকান্দি, গাইবান্ধা, গোয়ালের চর,নোয়ারপাড়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
দুইদিন ব্যাপী বিভিন্ন স্পটে এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এ এস এম আব্দুল হালিম।
এ সময় জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয় সম্পাদক, ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন সরকার, সাবেক ছাত্রনেতা সোহাগ খান লোহানী,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,সাখাওয়াত হোসেন সুজনসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।