সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল, ইউএনও সিরাজুল ইসলাম, এএসপি অভিজিত দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ শুভেচ্ছা বিনিময় করেন।
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মানুষ অংশ নেন।