ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জামালপুরের ইসলামপুরে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে ইসলামপুর থানা প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে দুর্গাপূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মতবিনিময় সভা করেন। তিনি আসন্ন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে পূজামন্ডপ কমিটিসহ সকলের প্রতি সহযোগীতা কামনা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল্লাহ সভাপতিত্বে সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুস সবুর মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন কর্মকার, ইসলামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস সেন,গুরুদাস পাল প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার ১৫টি পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।