সংবাদ শিরোনাম ::
‘ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে
অন্তবর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ইন্টারনেট মানবাধিকারের অংশ। এটা লঙ্ঘন করা যাবে না। কথায় কথায় বন্ধ করা হবে নাইন্টারনেট। রোববার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। তারুণ্যনির্ভর আইসিটি খাত গঠনে কাজ করবো। তরুণদের কথা শুনবো।
বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এরপর তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।