ইতনা স্কুল ও কলেজের কমিটি হাইকোর্টে বাতিল
- সংবাদ প্রকাশের সময় : ১১:০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল ও কলেজে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে গঠিত কমিটি বাতিল করেছে হাইকোট। ইতনা স্কুল ও কলেজ গভর্নিং বডির সভাপতি উজ্বল কুমার গাঙ্গুলির দায়েরকৃত এক রিট পিটিশনের প্রেক্ষিতে ২৪ জুন হাই কোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও এ কে এম রবিউল হাসান এর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ফলে কার্যতঃ উজ্বল কুমার গাঙ্গুলি সভাপতি পদে বহাল রয়েছেন।
গত ৫ জুন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু স্বাক্ষরিত পত্রে উপজেলার ইতনা স্কুল ও কলেজের গর্ভর্নিং বডির উজ্বল কুমার গাঙ্গুলিকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি দুই বছরের অনুমোদন দেন এবং বিষয়টি সংশ্লিষ্ট যথাযথ কতৃপক্ষকে অবহিত করেন। কিন্তু এর পর অজ্ঞাত কারনে যশোর শিক্ষা বোর্ডের ওয়েভ সাইডে উক্ত প্রতিষ্ঠানের কমিটি গঠনের সর্বশেষ অবস্থা প্রক্রিয়াধীন রয়েছে দেখা যায়।
পরবর্তিতে ৯ জুনে শিক্ষা বোর্ড কমিটির অন্যান্য সদস্যদের নাম ঠিক রেখে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে উক্ত প্রতিষ্ঠানে আরেকটি কমিটি ঘোষনা দেন।
এ ঘটনার প্রেক্ষিতে উজ্বল কুমার গাঙ্গুলি হাইকোর্টে রিট পিটিশন(নং৮১৩৮/২৪) দায়ের করেন। আদালত গত ২৪ জুন উভয় পক্ষের শুনানী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে গঠিত কমিটি আইনগত এখতিয়ার বহির্ভূত বলে ঘোষনা করেন এবং ৪ মাসের জন্য উক্ত কমিটি স্থগিত করেন । আগামী ৪ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার জন্য যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শককে উক্ত রুলের জবাব দেওয়ার নির্দেশ দেন। পরবর্তি আদেশ না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে উক্ত আদেশে বলা হয়েছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম বলেন, তিনি হ্ইাকোর্টের আদেশের বিষয়টি অবগত হয়েছেন ।