ইটভাটার পাশে নারীর গলাকাটা মরদেহ
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
যশোর সদরের ইউনিয়নের গোয়ালদা গ্রামের একটি ইটভাটার পাশ থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে পুলিশ তার মুরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ শাওন জানান, বিকেল তিনটার দিকে তার বোন নুর নাজমা গ্রামের একটি ইটভাটার পাশে তার গরু আনতে যায়। বিকেল চারটার দিকে ওই এলাকার শীলা নামে এক গৃহবধূ সেখানে রক্তাক্ত অবস্থায় তার বোনকে দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। আত্মীয়-স্বজন এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, তার বোনের স্বামী সালাউদ্দিন গাজী (৪১) একজন মাদকাসক্ত। ইতোপূর্বে বেশ কয়েক দফা ব্যবসা-বাণিজ্য করার জন্য তাকে কয়েক দফা টাকা পয়সা দিয়েছেন তার বোন। সর্বশেষ তাকে একটি রিকশা কিনে দেয়া হয়। কিন্তু সে রিকশাটিও বিক্রি করে এবং নেশা ভাঙ করে সব শেষ করে দিয়েছে। সেকারণে বছরখানেক আগে স্বামীকে তালাক দেন তার বোন। কিন্তু সালাউদ্দিন গাজী প্রায়ই গোয়ালদাহে আসতো এবং বোনের সাথে সংসার করতে চাইতো। আজ শুক্রবার সকালেও সে আসে এবং বোনকে শাসিয়ে যায়।
বোনের সাবেক স্বামী সালাউদ্দিন গাজী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে বলে তারা ধারণা করছে।
শাওন জানান, তার বোনের গলায়, পেট, হাতসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক- সার্কেল) জুয়েল ইমরান বলেন, কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। শুনেছি, নাজমার প্রাক্তন স্বামী তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পুলিশ তাকে আটকে অভিযান শুরু করেছে।