সংবাদ শিরোনাম ::
ইউসিবি ব্যাংকে আগুন
চট্টগ্রাম ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে নিউমার্কেট এলাকায় ইউসিবি ব্যাংক ভবনে অঘ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে এই আগুন লাগে।
আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনার পর আশেপাশে যেসব দোকান রয়েছে সেসব বন্ধ করে দেয়া হয়েছে। প্রচণ্ড ধোঁয়ায় ভবনের ভেতর প্রবেশ করতে পারছেন না ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। ধোঁয়ায় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার ইফতারের আগে থেকেই পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে ভেতর থেকে একটি আওয়াজ শোনা যায়। এর পরপরই সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ধারণা করা করা হচ্ছে এসি বিস্ফোরণ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।