সংবাদ শিরোনাম ::
ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব পাচ্ছেন যারা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
দেশের অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাই জনসেবা অব্যাহত রাখতে ইউপি চেয়ারম্যানদের পরিবর্তে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করতে পারবেন।
প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনারকে (ভূমি) আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে জনসেবা অব্যাহত রাখবেন।
সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এই বিষয়ে পরিপত্র জারি করা হয়।
তাতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশে কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত। এর ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। উদ্ভূত অসুবিধাগুলো দূর করতে এই আদেশ জারি করা হল।