আলিম পরিক্ষায় জিপিএ-৫ পেলো মাহাবুব হাছান
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
রাজধানীর ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার কৃতী শিক্ষার্থী মুহাম্মদ মাহাবুব হাছান আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
মো. মাহাবুব হাছান ঢাকার দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে চলতি বছর আলিম পরিক্ষায় অংশ নেয়। সে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোত্রশালের মো. মোরশেদ আলম মজুমদারের একমাত্র সন্তান। মাহাবুব মৌকারা দারুসসুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসায় দাখিল পরিক্ষায় এ+ পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল।
মাহাবুব হাছান বলেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তা’আলার অশেষ রহমত ও বরকতে, রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উসিলায়, আমার দাদীজান, বাবা-মা ও সকল শিক্ষক মহোদয়গণদের সুনিপুণ পরামর্শ এবং বিশেষ মুর্শিদ ক্বিবলার দোয়ার বরকতে আলিম-২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের সর্বোচ্চ চেষ্টার ফসল জিপিএ-৫ মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এ সাফল্যের অর্জন। সবশেষে ইলমি-আমলি পরিবেশে, সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে, আউলিয়ায়ে কেরামের আদর্শে পরিচালিত দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার একজন ছাত্র হিসেবে আজ আমি গর্বিত।
হাছান বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সামনে ভালো ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করে আল্লাহ ওয়ালা হয়ে দেশ ও উম্মাহর সেবা করতে পারি। সবসময় বিশ্বাস করি, চেষ্টা আমার পক্ষ থেকে আর পূর্ণতা মহান প্রতিপালকের। তিনিই চূড়ান্ত ফায়সালাকারী। আমার এ যাত্রায় যিনারা আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা।